ডেঙ্গু নিয়ন্ত্রনে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের উদ্যোগ অবিসরণীয়

সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের মত জেলা প্রশাসক দেশের প্রতিটি জেলায় দরকার
মাহফিজুল ইসলাম আককাজঃ সাতক্ষীরা জেলাবাসীকে শান্তি ও স্বস্তি দিতে বর্তমান সমস্যা ডেঙ্গু প্রতিরোধে নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। ডেঙ্গুমুক্ত সাতক্ষীরা গড়তে তার অব্যাহত প্রচেষ্টা সাতক্ষীরা জেলাবাসীর হ্নদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছেন তিনি। এমনই দেশ প্রেমিক এবং মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ জেলা প্রশাসক যদি দেশের প্রতিটি জেলায় থাকতো তাহলে আরো দ্রুত বাংলাদেশ উন্নতির শিখড়ে আহরণ করতো। জেলা প্রশাসক তো এমনই হওয়া উচিত। যিনি ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত এডিস মশার বংশ বিস্তার রোধে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বাড়ির আঙিনা ছাদসহ যেসব জায়গায় ডেঙ্গু মশা জন্মাতে পারে সে সব জায়গায় প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে নিজ হাতে কাজ করছেন। এটি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন দৃষ্ট্রান্ত। সাতক্ষীরার সাধারণ জনগণ ও সচেতন মহল আশাবাদী তার মহৎ এ উদ্যোগ ও গুণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালকে পুরস্কৃত করবেন।

Check Also

সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।

স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।