এদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজের হিসাব রক্ষণ কর্মকর্তা মোস্তাজুল ইসলাম ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তিনি দুইদিন আগে হাসপাতালে ভর্তি হয়ে অতি সংগোপনে চিকিৎসা নিচ্ছেন। সংশ্লিষ্ঠ কর্তপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতক্ষীরায় স্বাস্থ্য বিভাগের একটি সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত ডেঙ্গু রোগের আশংকায় পরীক্ষা নীরিক্ষা করে চিহ্নিত হয়েছে ১৫৩ জন। বর্তমানে সাতক্ষীরা মেডিকেল ও সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৩ জন। এরমধ্যে সদর হাসপাতালে ২১জন ও মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন রয়েছে। বাকিরা রয়েছেন বিভিন্ন ক্লিনিকে।
তিনি আরও জানান, সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু কর্ণার খোলা হয়েছে, পরিক্ষা নীরিক্ষার জন্য পর্যাপ্ত কিডস আছে। ঈদকে সামনে রেখে এখানে সবার ছুটি বাতিল করা হয়েছে।