ঈদুল আজহার দিন কোরবানির মাংস কাটাকাটি নিয়ে ব্যস্ত থাকার কারণে এবং ঈদের দ্বিতীয় দিন বৃষ্টির কারণে অনেকে বের হতে পারিননি। ঈদের তৃতীয় দিন সাতক্ষীরার বিনোদন কেন্দ্রগুলোতে শিশুসহ সব বয়সী মানুষের ভিড় ছিলো চোখে পড়ার মতো।
আকাশলীনা ইকো ট্যুরিজমসহ বিভিন্ন পয়েন্টে সকল বয়সের মানুষের পদচারণনায় মুখরিত হয়ে উঠেছিল। বিশেষ করে সুন্দরবন সংলগ্ন চুনা নদীর পাড়ে গড়ে উঠা আকাশলীনা ইকো ট্যুরিজমে যেন তিল ধরার ঠাই ছিলো না।
এছাড়া সাতক্ষীরা শহরের মোজাফ্ফর গার্ডেন, লেক ভিউ, আব্বাস গার্ডেন, রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যাটন কেন্দ্রসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোও দর্শনার্থীদেও ভিড় ছিলো চোখে পড়ার মতো। সাতক্ষীরা বাইপাস সড়কে তরুণ-তরুণীদের ভীড় ছিলো চোখে পড়ার মতো।
সাতক্ষীরা বাইপাসে ঘুরতে আসা লিটন নামে এক পর্যটক বলেন, ঈদের দিন গরু কাটা কাটি নিয়ে ব্যস্ত ছিলাম পরের দিন বৃষ্টির কারণে বের হতো পারিনি। আজ বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরছি বেশ ভালো লগাছে।
এদিকে ঈদ আরও আনন্দময় করতে এবং সাধারণ মানুষের চলাফেরা নিবিঘœ করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জেলাজুড়ে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।