সাতক্ষীরায় নিয়োগপ্রাপ্ত পুলিশ কনস্টেবলদের সংবর্ধনা প্রদান

সাতক্ষীরায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল-টিআরসি পুরুষ-নারী পদে নিয়োগ পরীক্ষা-২০১৯ প্রশিক্ষণের জন্য মনোনীত চুড়ান্ত প্রাথীদের সংবর্ধনা প্রদান হয়েছে। শুক্রবার সকালে পুলিশ লাইন্স হলরুমে জেলা পুলিশের পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহ উদ্দীন, অতিরিক্ত পলিশ সুপার হেড কোয়াটার জিয়াউর রহমান, সহকারি পুলিশ সুপার তালা সার্কেল হুমায়ন কবির, ডিআইওয়ান মিজানুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি বলেন, আমরা আশা করি দেশ সেবার ব্রত নিয়ে নতুনরা কাজ করবে। দেশ সেবাই হবে আপনাদের ধর্ম।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।