ফিরোজ হোসেনঃ সাতক্ষীরার কলারোয়ার জালালাবাদ গ্রামে বজ্রপাতে দেলবার (২৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সাথে থাকা দেলবারের ফুফাতো ভাই লালন (৩২) নামে এক ব্যক্তিকে আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত লালন জালালাবাদের মান্দারের পুত্র। শনিবার সকালে জালালাবাদ মাঠে বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনা সূত্রে জানা যায়, রায়পুরেরর দুঃখির পুত্র দেলবার ও তার ফুফাতো ভাই জালালাবাদের মান্দারের পুত্র লালনকে নিয়ে (৩২) শনিবার সকালে জালালাবাদ উত্তর মাঠে কাজ করতে যায়। সেখানে বজ্রপাতে দেলবারের মৃত্যু হয়। এবং লাললকে আশঙ্কজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয় কলারোয়া থানা অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Check Also
আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …