এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাতক্ষীরা জেলার জলাবদ্ধতা দূরীকরণে ও নদী, খাল জলাশয়ের নিরবচ্ছিন্ন পানি প্রবাহ এবং অবাধ পানি নিস্কাশন নিশ্চিত করতে সাতক্ষীরা জেলার সায়রাতমহালভুক্ত ও চিংড়িমহালভুক্ত সরকার কর্তৃক ইজারাকৃত নদী/খাল ব্যতিত সকল প্রবাহমান সরকারি নদী, খাল ও জলাশয়ের অবৈধ দখল পরিত্যাগ করে আগামী ৩ (তিন) দিনের মধ্যে সকল বাঁধ নেট-পাটা নিজ খরচে অপসারণের নির্দেশনা প্রদান করা হলো। উল্লেখ্য, গত ২২-৮-২০১৯ তারিখে সাতক্ষীরা জেলার জলাবদ্ধতা দূরীকরণের নিমিত্ত নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। জলাবদ্ধতা নিরসন কল্পে অদ্য হইতে সাতক্ষীরা পৌরসভাসহ সকল উপজেলার অভ্যন্তরীণ সরকারি নদী/খাল/জলাশয়ের ইজারার আদেশ (যদি সায়রাতমহালভুক্ত ও চিংড়িমহালভুক্ত সরকার কর্তৃক ইজারাকৃত নদী/খাল ব্যতিত) বাতিল করা হলো। এছাড়াও সাতক্ষীরা সাতক্ষীরা পৌরসভার অভ্যন্তরণীন অকৃষি জমি ব্যবহার করে যারা বেআইনিভাবে মাছের ঘের ভেড়ি তৈরী করেছেন এবং এর ফলে পৌরসভা ও সংলগ্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে তাদেরকে অনতিবিলম্বে ঐ সকল ঘের ভেড়ি বন্ধ/স্থানান্তর করার জন্য নির্দেশ দেওয়া হলো।
উপরোক্ত নির্দেশনা অনুযায়ী সরকারি নদী/খাল/জলাশয়ের অবৈধ দখল পরিত্যাগ ও বাঁধা-নেট-পাটা নিদিষ্ট সময়ের মধ্যে অপসারণ এবং পৌরসভাস্থিত অকৃষি জমি হতে ঘের ভেড়ির কার্যক্রম বন্ধ ও স্থানান্তর না করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আদেশক্রমে
এসএম মোস্তফা কামাল
জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক
সাতক্ষীরা।
Check Also
পঁচিশেই নির্বাচন চায় বিএনপি ও সমমনারা
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা মিত্র দলগুলোর …