ক্রাইমবার্তা রিপোটঃ খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ প্রসীতপ্রন্থি সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৩ সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর সহকারি পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আজ সোমবার ভোরে দীঘিনালার বড়াদম ইউনয়নের গহীন এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, ভোরে নিরাপত্তা বাহিনীর একটি নিয়মিত টহলদল দায়িত্ব পালনকালে অজ্ঞাত সন্ত্রাসীরা তাদের গোপন আস্তানা থেকে গুলি চালায়। এ সময় সেনা সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে বিনন্দচুগ এলাকায় তিন জন মারা যান।