সুশীলনের সঞ্চয় ও ঋনদান কর্মসূচীর আওতায় সদস্যদের মাঝে ৫ হাজার ৫শ চারা বিতরন

 

হাফিজুর রহমান শিমুলঃ

সুশীলন এর সঞ্চয় ও ঋণদান কর্মসূচীর আওতায় দলীয় সদস্যদের মাঝে রিজার্ভ তহবিল হতে বাংলাদেশ সরকারের বৃক্ষরোপন অভিজানকে সফল করার জন্য এ বছর (২০১৯-২০২০ অর্থবছর) সুশীলনের সকল সেন্টারে ১ হাজার ১শ জনের মধো ৫ হাজার ৫শ টি ফলজ ও ঔষধী গাছ বিতরণ করা হবে। এরই অংশ হিসেবে ২৬ আগষ্ট মুন্সীগজ্ঞ ও নওয়াবেকী শাখায় ১শ ৭০ জনের প্রতিজন ৫টি করে (আম,কদবেল, নারিকেল, পেয়ারা ও বাতাবী লেবু) মোট ৮শ ৫০টি গাছ বিতরণ করা হয়েছে। বনজ ও ফলদ গাছের চারা বিতরণের এই কার্যক্রম আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন বে-সরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের উপ পরিচালক ও বন্ধু কল্যাণ সমিতির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু।

Check Also

হামাসের সঙ্গে সংঘর্ষে ৩৫ ইসরাইলি সেনা নিহত, আহত শতাধিক

গাজার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে দীর্ঘদিন ধরে অভিযান চালাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। সম্প্রতি সেখানে হামাস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।