গভীর রাতে মুগদায় গ্যাং গ্রুপের ২২ জনকে কারাদণ্ড

ক্রাইমবার্তা রিপোটঃ    রাজধানীর মুগদায় গভীররাতে গ্যাং গ্রুপের ২২ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

সোমবার রাতে মান্ডা ব্রিজ ও হিরু মিয়ার গলিসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে তিনজনকে কারাদণ্ড দিয়ে গাজীপুরের কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। বাকি ১৯জনের কাছে মাদক পাওয়ায় ৩ থেকে ৬ মাস মেয়াদে সাজা দিয়ে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-৩ এর অতিরিক্ত এসপি বিনা রাণী দাশ জানান, সোমবার রাতে মান্ডা ব্রিজ ও হিরু মিয়ার গলি সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।

মুগদা এলাকায় ‘চান-যাদু (জমজ ভাই) গ্রুপ’, ‘ডেভিল কিং ফুল পার্টি’, ‘ভলিয়ম টু’ ও ‘ভান্ডারি গ্রুপ’ (মাদকসেবী) সক্রিয়। এদের মধ্যে চান-যাদু গ্রুপের সদস্যদের বয়স ১০ থেকে ১৮ এর মধ্যে। তারা মূলত বস্তির স্কুল থেকে ঝড়ে পড়া। এলাকায় আধিপত্য বিস্তার, মাদকসেবনে জড়িত রয়েছে গ্রুপটি।

অন্যদিকে ‘ডেভিল কিং ফুল পার্টি’ সদস্যদের বয়স ১৮ থেকে ২৩ এর মধ্যে। আধিপত্য বিস্তারে এলাকায় শো-ডাউন, মেয়েদের ইভটিজিং, মাদকসেবনে জড়িত। ‘ভলিয়ম টু’ ও ‘ভান্ডারি গ্রুপের সদস্য মাদকসেবন এবং মাদক বেচাকেনাতেও জড়িত।

Check Also

আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।