সাতক্ষীরায় জুয়া খেলাকে কেন্দ্র করে ১ ব্যক্তি খুন

সাতক্ষীরার পাটকেলঘাটায় সোমবার সন্ধ্যা ৬ টার দিকে পাটক্ষেত থেকে রেজাউল শেখ (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করছে এলাকাবাসী। ঘটনার বিবরণে জানা গেছে, থানার অভয়তলা গ্রামের ইয়াকুব শেখের পুত্র রেজাউল শেখের একটি জুতার দোকান রয়েছে বাহাদুরপুর বাজারে। গতকাল রবিবার রাত্র ৮ টার দিকে সে দোকান বন্ধ করে বের হয়। তারপর সে আর বাড়ি ফিরেনি। এদিকে আজ সন্ধ্যা ৬ টায় অভয়তলা গ্রামের আব্দুল জলিলের পাটক্ষেতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। এবিষয়ে কুমিরা ইউপি চেয়ারম্যান শেখ আজিজুর রহমান জানিয়েছেন, নিহত রেজাউল শেখ মাঝে মধ্যে জুয়া খেলত। সেকারণে তার পরিবার গতকাল থেকে নিখোঁজ থাকায় তার খোঁজ নেয়নি। এলাকাবাসীর ধারণা জুয়াড়িদের মধ্যে জুয়া খেলাকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটাতে পারে জুয়াড়িরা। গত ১ বছর পূর্বে একইভাবে এক গরুব্যবসায়ীর লাশ উদ্ধার হয়েছিল ঐ এলাকা থেকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পাটকেলঘাটা থানার ওসি রেজাউল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (তালা-পাটকেলঘাটা) হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

Check Also

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা, দস্তরবন্দি, সম্মাননা প্রদান ও মিলন মেলা অনুষ্ঠিত

আব্দুল করিম,নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।