হাফিজুর রহমান শিমুলঃকালিগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। বুধবার (২৮ আগষ্ট) কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ৫ জন ডেঙ্গু রোগী। কালিগঞ্জ হাসপাতালে বর্তমানে ৮জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। জানাগেছে, আজ পর্যন্ত এ হাসপাতালে ৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে আলমগীর নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে হাসপাতালে তথ্যানুসন্ধানে জানাগেছে, সকাল ৮ টা থেকে বেলা ২ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ৬০ রোগী( ডেঙ্গু সনাক্তে) রক্তের এন এফ ওয়ান টেষ্ট করা হয়েছে। এর মধ্যে ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে ৮ জনকে। ডেঙ্গু আক্রান্তরা হলেন উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামের নিতাই চন্দ্র পালের পুত্র সুনীল কুমার পাল(৪৬), বিষ্ণুপুর ইউনিয়নের নৌবাসপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র শামিম হোসেন(২১), চাঁচাই গ্রামের রামপদ চক্রবর্তীর স্ত্রী আশারানী চক্রবর্তী (৪৫), বিষ্ণুপুর গ্রামের রনজিৎ সরকারের পুত্র সুশান্ত কুমার সরকার, ভাড়াশিমলা ইউনিয়নের চালিতাবাড়িয়া গ্রামের মৃত বাসের আলী গাজীর পুত্র আব্দুল আজিজ (৫৫), নারায়নপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের পুত্র তবিবর রহমান (১৬), একই গ্রামের নজরুল ইসলামের কন্যা রুমি আক্তার, দক্ষীন শ্রীপুর গ্রামের কালিপদ চক্রবর্তীর পুত্র রতন চক্রবর্তী (৩৫), মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের মৃত জিয়াদ আলীর পুত্র আব্দুল হাকিম গাজী (৫২)।
এদিকে ডেঙ্গুমশা নিধন ও পরচ্ছন্নতা অভিযানকে ঘীরে
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন এর নির্দেশে উপজেলার ১২ টি ইউনিয়নে চলছে ব্যাপক প্রচার প্রচারণা।