ক্রাইমবার্তা রিপোটঃ সারাদেশে ডেঙ্গু রোগী কমলেও সাতক্ষীরায় হটাৎ রোগীর সংখ্যা ব্যাপক হারে বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় জেলার হাসপাতালগুলোতে আরো ২২ জন রোগী ভর্তি করা হয়েছে। এরআগের দিন চিহ্নিত হয় ৩১ জন ডেঙ্গু রোগী। ইতোপূর্বে জেলায় প্রতিদিন গড়ে ১০/১২ জন রোগী ভর্তি হলেও গত দুইদিনে পরিস্থিতি ব্যাপক আকার ধারণ করেছে। এরফলে হিশশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গত ২৪ জুলাই সাতক্ষীরায় প্রথম ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর থেকে প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছিল। তবে সেটা ছিল ১০/১২ জনে সীমাবদ্ধ। চলতি আগস্ট মাসের ২৬ তারিখ পর্যন্ত জেলার হাসপাতালগুলোতে ৩৪৪ জন রোগী চিকিৎসা নেয়। সেখানে গত দুইদিনে ৫৩ জন রোগী ভর্তি হয়। এনিয়ে জেরায় মোট রোগীর সংখ্যা ৩৯৭ জন । এর মধ্যে বিভিন্ন হাসপাতালে এখনও পর্যন্ত ভর্তি রয়েছে ৬৪ জন।
এছাড়া চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন আরো ২৬৫ জন এবং উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে আরো ৬৮ জনকে।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন জানান, ঈদের পর থেকে প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে স্থানীয়ভাবে আক্রান্ত রোগীর সংখা বেশী। ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন অনেকেই। তবে, হাসপাতালে যারা ভর্তি আছেন তারা এখন আশংকামুক্ত। ডেঙ্গু প্রতিরোধে তিনি এ সময় মশার কামড় থেকে দূরে থাকাসহ মশা যাতে জন্মাতে না পারে সেজন্য বাড়ির আশ পাশ পরিষ্কার করা ও পরিত্যক্ত জিনিস পত্র বোতল, নারকেলে খোসা, টায়ারসহ অন্যান্য জিনিস পত্র পরিষ্কার রাখা এবং ঘুমানোর আগে অবশ্যই মশারি ব্যবহার করার পরামর্শ দেন। তিনি ডেঙ্গু আক্রান্তদের পানি ও পানি জাতীয় খাদ্য (ডাব, শরবত, পেঁপে) বেশী খাবার পরামর্শ দেন।
Check Also
সাতক্ষীরায় ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। তবে এসময় …