সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি সাতক্ষীরা শহরসহ জেলার জলাবদ্ধাতা নিরসনের সকল বাধা অপসারণ এবং ২১ দফা বাস্তবায়নের দাবীতে আগামী ৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে। আজ ৩০ আগস্ট শুক্রবার বেলা ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের শহিদ স ম আলাউদ্দিন মিলনায়তনে কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভার বলা হয়, সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হলেও সাতক্ষীরায় বাড়ছে। এর অন্যতম প্রধান কারণ জলাবদ্ধতা। বাসা বাড়ির আনাচে-কানাচে, খেলার মাঠ, শহরের বিভিন্ন বাড়ির পাশে থাকা পতিত জমি, ড্রেন-নর্দমাসহ ফসলের ক্ষেত পানিতে ডুবে আছে। রোদে শুকানো ছাড়া অধিকাংশ ক্ষেত্রে পানি নিষ্কাষণ হচ্ছে না। সভার আরো বলা হয়, ডেঙ্গু মোকাবেলা করতেই জলাবদ্ধার নিরসন দরকার। কিন্তু প্রশাসনিকভাবে এ ব্যাপারে দৃশ্যমান কিছু উদ্যোগ নেওয়া হলেও পানি নিষ্কাশনে তা পর্যাপ্ত নয়। শহরের বিভিন্ন এলাকার মানুষ জলাবদ্ধতায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। এমতাবস্থায় সভায় পানি নিস্কাশনের বাধাগুলো চিহ্নিত করে দ্রুত তা অপসারণের দাবী জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহবায়ক মোঃ আনিসুর রহিম। বক্তব্য রাখেন, প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, এড. শেখ আজাদ হোসেন বেলাল, লায়লা পারভীন সেঁজুতি, নিত্যানন্দ সরকার, আলহাজ্ব নুরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, আলী নূর খান বাবলু, মোস্তাফিজুর রহমান, মোঃ মফিজুল ইসলাম, খুরশিদ জাহান শীলা, কমরেড আবুল হোসেন, জিএম মনিরুজ্জামান, মন্ময় মনির, এম জিল্লুর রহমান, শফিকুর রহমান, এম কামরুজ্জামান, অপারেশ পাল, সায়েম ফেরদৌস মিতুল, এড. আল মাহামুদ পলাশ, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য এড. শাহানাজ পারভীন মিলি প্রমুখ। সভা পরিচালনা করেন কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ। সভায় জেলা নাগরিক কমিটির ২১ দফা বাস্তবায়নে বিস্তারির আলোচনা করেন উপস্থিত সদস্যবৃন্দ।
সভায় দ্রুত সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন, কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এড. আব্দুর রহিমের মৃত্যুবার্ষিকীতে জেলার নাগরিক আন্দোলনের প্রয়াত অন্যান্য নেতৃবৃন্দ সাইফুল্লাহ লস্কর, এড. ফিরোজ আহমেদ, আশরাফুল আলম টুটু, আবু নাসিম ময়না, কাজী সাইদুর রহমানসহ অন্যান্যদেরকে এক অনুষ্ঠানে স্মরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …