ক্রাইমবার্তা রিপোটঃসাতক্ষীরাঃ সাতক্ষীরার শ্যামনগরে ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাদেক হাজারী (৩০) নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। এ সময় ট্রলি চালক গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কে শ্যামনগর ফিলিং ষ্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদেক হাজারী পারুলগাছা গ্রামের শামছুর হাজারীর ছেলে।ড়ড়
স্থানীয়রা জানান, মটরসাইকেল যোগে শ্যামনগর সদরের দিকে যাওয়ার সময় ফিলিং ষ্টেশনের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে কালিগঞ্জমুখী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুত্বর আহত হয় মোটরসাইকেল চালক সাদেক। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রুহুল আমিন তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ট্রলি চালক আবুল কালামকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হাজী নাজমুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করেন।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …