সাতক্ষীরা জেলা মন্দির সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা মন্দির সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বেলা ১১টায় পুরাতন সাতক্ষীরাস্থ জেলা মন্দির প্রঙ্গণে জেলা মন্দির সমিতির আয়োজনে জেলা মন্দিরের সভাপতি বিশ^নাথ ঘোষ’র সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, ‘আপনারা এ মাটিতে জন্ম নিয়েছেন। আপনারা এ মাটির সন্তান। আপনারা এ মাটিতে বসবাস করবেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সকলে বুকের রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতা এনেছি। সে রকম আত্মবিশ্বাস নিয়েই বসবাস করবেন। বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমানভাবে বেঁচে থাকার অধিকার আছে। বঙ্গবন্ধুকে হত্যার পরে সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা বাদ দেওয়া হয়েছিল। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। ধর্ম নিরপেক্ষতা মানে সকল ধর্মের সমান অধিকার।’ সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মন্দির সমিতির উপদেষ্টা ধীরু ব্যানার্জী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌরসভার মহিলা কাউন্সিলর জ্যোৎ¯œা আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মন্দিরেরর প্রধান নির্বাচন কমিশনার এড. তারক কুমার মিত্র, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, জেলা হিন্দু বৈদ্ধ্য খ্রীস্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা মন্দির সমিতির উপদেষ্টা ডা. প্রশান্ত কুমার কুন্ডু, প্রফেসর ভূধর চন্দ্র সরকার, জীতেন্দ্রনাথ ঘোষ, মাধব দত্ত, সহ-সভাপতি গোষ্ঠ বিহারী মন্ডল, সহ-সম্পাদক বিকাশ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক প্রাণনাথ দাস, অডিটর অসীম দাস সোনা, প্রচার সম্পাদক সঞ্জীব ব্যানার্জী প্রমুখ। এসময় জেলা মন্দির সমিতির নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে মঞ্চ থেকে উঠে ফুল দিয়ে বরণ করে নেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মন্দির সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।