ক্রাইমবার্তা ডেস্করিপোটঃ কেন্দ্রীয় ভূমি কমিটির এক সভা শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের শহিদ স ম আলাউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এড. আবুল কালাম আজাদ।
সভায় দেবহাটা-কালিগঞ্জের ভূমিহীন জনপদের খাসজমি বন্দোবস্ত সংক্রান্ত সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা হয়। শ্যামনগর, আশাশুনি, পাইকগাছা, ডুমুরিয়াসহ বিভিন্ন উপজেলায় খাসজমি উদ্ধারে সরকারী কার্যক্রমে সহায়তা প্রদান এবং বিভিন্নস্থানে খাসজমির অধিকার আদায়ের সংগ্রাম সম্পর্কে পর্যালোচনা করা হয়। সভায় সংগঠনের আগামী ৬ মাসের কর্মপরিকল্পনা করা হয় এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এড. আব্দুর রহিমসহ ভূমিহীন আন্দোলনের প্রয়াত নেতাদের স্মরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
বক্তব্য রাখছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ, কেন্দ্রীয় ভূমি কমিটির সাধারণ সম্পাদক এড. পুলিন বিহারী সরকার, সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি মোঃ আনিসুর রহিম, সাধারণ সম্পাদক এড. শেখ আজাদ হোসেন বেলার, খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক গৌরাঙ্গ নন্দি, বিশিষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, আশাশুনি উপজেলার মোল্লা রফিকুল ইসলাম, আমজাদ হোসেন, কালিগঞ্জের অধ্যাপক আব্দুল খালেক, পাইকগাছার আব্দুর রশিদ, ওহাব আলী সরদার, মোশারফ হোসেন, আলী নুর খান বাবলু, এড. শাহানাজ পারভীন মিলি, আনোয়ার জাহিদ তপন, এড. মনির উদ্দিন, মনিরুজ্জামান জোয়াদ্দার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …