নিজস্ব প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহিদদের আত্মার মাগফিরাত কামনায় জেলা আওয়ামী ওলামা লীগের উদ্যোগে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাতক্ষীরা আলিয়া কামিলা মাদ্রাসার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওলামা লীগের জেলা সভাপতি সৈয়দ নাজমুল হক ববুল। বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সহ সভাপতি সাংবাদিক সাখাওয়াত উল্লাহ, আলিয়া মাদ্রসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান, সংগঠনের জেলা নেতা হাফেজ আবুল হোসেন, মাও: রাউফুজ্জামান প্রমুখ। অনুষ্টানে সংগনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, আলিয়া মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করে মুফতি আক্তারুজ্জামান।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …