সাতক্ষীরা সংবাদদাতা: নির্যাতিত মানুষের পাশে দাড়ানোর অঙ্গীকার নিয়ে ২০১২ সালে যাত্রা শুরু হওয়া নিউজ পোর্টাল ক্রাইমর্বাতা ডট কমের কর্মশালা ও সাংবাদিকদের পরিচয় পত্র বিতরণ করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী, উদ্যোক্তা ও সমাজ সেবক নিউজ পোর্টালটির চেয়ারম্যান আলহাজ্ব তৈয়েবুর রহমান (জাহাঙ্গীর) এর সার্বিক সহযোগীতায় অনলাইন সংবাদ পত্রটি গতকাল দক্ষিণ বঙ্গ সহ সারা দেশে সংবাদ পাঠকদের কাছে আস্থা অর্জন করেছে। প্রতিযশা তরুণ সাংবাদিক আবু সাইদ বিশ্বাসের ব্যবস্থাপনা এবং মো: আবু শোয়েব এবেল এর সম্পাদনা ও প্রকাশনায় নিউজ পোর্টালটি নিয়মিত সাংবাদ পরিবেশনার পাশাপাশি সাংবাদিক তৈরি করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রবিবার সাতক্ষীরায় একটি হলরুমে সাংবাদিক কর্মশালা ও পরিচয় পত্র বিতরণ করা হয়। স্থানীয় একটি অনলাইন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও মিডিয়া পরিচালক সাংবাদিক আজিজুর রহমান তরুণ সাংবাদিকদের হাতে পরিচয় পত্রতুলে দেন। এসময় পত্রিকার অন্যান্য কর্মকতারা উপস্থিত ছিলেন।
নিউজ পোর্টালটির ব্যবস্থপনা সম্পাদক সাংবাদিক আবু সাইদ বিশ্বাস বলেন, ক্রাইমবার্তা ডট কম নিউজ পোর্টাল সকল ধরনের নিউজের পাশাপাশি, রাজনৈতিক,জাতীয়,আন্তজার্তিক, সাহিত্য ও সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও পর্যটন, মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান পরিবেশন করে। তৃণমূলের সমস্যা ও সম্ভাবনা, স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান,জনদুর্ভোগ,কৃষি,পরিবেশ, স্বাস্থ্য ও পরামর্শ বিষয়ক অনুষ্ঠানসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ সংবাদ প্রকাশ করা হয়। এছাড়া www.crimebarta.com ও এর (facebook.com/crimebarta) এর পেজে লাইক দিয়ে সংযুক্তি হতে পারেন যে কেউ। এছাড়া ০১৭১২৩৩৩২৯৯ নম্বরে যোগাযোগ করে আপনার প্রতিষ্ঠানের সংবাদ পাঠতে পারেন। হতে পারেন সাংবাদিকও।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …