গরু বহনকারী আলমসাধু ভ্যানে ১৪ কেজি গাজা!

ক্রাইমবার্তা রিপোটঃ   একটি গরু বহনকারী ইজ্ঞিন চালিত আলমসাধু ভ্যান থেকে ১৪ কেজি গাজা উদ্ধার করেছে সাতক্ষীরা ডিবি পুলিশ। সোমবার ভোর রাতে সাতক্ষীরা সদরের বেতলা এলাকায় লস্কর ফিলিং স্টেশনের সামনে থেকে আলম সাধু ভ্যানসহ গাজা উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয়েছে তিন মাদক ব্যবসায়ীকে।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন, জেলার কলারোয়া উপজেলার কেড়াগাছি এলাকার ওয়াজেদ আলীর ছেলে মিজানুর রহমান (৩৫), সদর থানার হাওয়ালখালি গ্রামের মৃত. ইউসুফ আলী সরদারের ছেলে মিঠু সরদার (২৪) ও খুলনার ডুমুরিয়া থানার খুকড়া গ্রামের মৃত. আবুল হোসেনের ছেলে শওকত আলী (৬০)।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আলি আহম্মেদ হাশেমী জানান, একটি গরু বহনকারী ইজ্ঞিন চালিত আলম সাধু ভ্যানে গাজা পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদে ভ্যানটিকে সিগন্যাল দিলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় গোয়েন্দা পুলিশের টিম ভ্যানসহ তিনজনকে আটক করে। পরে ভ্যানটি তল্লাশী চালিয়ে ১৪ কেজি গাজা উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Check Also

সাতক্ষীরায় ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। তবে এসময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।