ক্রাইমর্বাতা রিপোট: ফিরোজ হোসেন, সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট( অনুর্ধ্ব ১৭) এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে সাতক্ষীরা স্টেডিয়ামে সদর উপজেলা প্রশাসনের পরিচালনায় ও বাস্তবায়নে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস. এম মোস্তফা কামাল।
এসময় তিনি বলেন খেলায় সবায় জয় পাই না। যারা আজকে হেরে যাবে আগামী দিন তারা আরও ভাল খেলা উপহার দেবে। বঙ্গবন্ধুর পরিবার খেলার সাথে জড়িত। জননেত্রী শেখ হাসিনা যুব সমাজকে খেলায় উদ্বুদ্ধ করার জন্য এ টুর্নামেন্ট খেলা চালু করেছিলেন। এসময় তিনি ডেঙ্গু প্রতিরোধে সকল শ্রেনী পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান।
সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী খেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তানভির হুসাইন সুজন,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিয়ার সিরাজুল ইসলাম খান। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার রনি আলম নুর, এনডিসি সজল মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবুল হোসেন, জেলা ক্রীড়া অফিসার খালেদ জাহাঙ্গীর, খন্দকার আরিফ হাসান প্রিন্স, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) এর সদস্য সচিব ইকবাল কবির খান বাপ্পী, ক্রীড়া সংস্থার সদস্য কাউন্সিলর ফারাহ দিবা খান সাথী, শিল্পকলা একাডেমীর সদস্য সচিব মোশফিকুর রহমান মিল্টন, আলীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ,১২ নং বল্লী ইউনিয়ন চেয়ারম্যান বজলুর রহমান,কুশখালী ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল প্রমুখ। উদ্বোধনী খেলায় কুশখালী ইউনিয়ন বনাম ১২ নং বল্লী ইউনিয়ন খেলায় নেই।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন খন্দকার আরিফ হাসান প্রিন্স।