তালায় এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামুলক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি ॥
সাতক্ষীরা তালায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচিভুক্ত সদস্যেদের সমন্বয়ে এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম সংক্রান্ত সচেতনতামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকালে তালা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্য্র হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মীর আবু মাউদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। স্বাস্থ্য পরিদর্শক মীর মহাসিন হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল হক,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজিব সরদার,তালা স্বাস্থ্য কমপ্লেক্য্র’র প্রধান সহকারি হাফিজুর রহমান,ডাঃ আমিনুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে স্বাস্থ্য বিভাগে ন্যাশনাল সার্ভিসে কর্মসূচিভুক্তদের নিয়ে তালা স্বাস্থ্য কমপ্লেক্য্র এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার ও পরিছন্ন অভিযান পরিচালনা করা হয়।
##
তালায় খালের পাশে গরুর মলমূত্র ফেলায় ৮ জনকে জেল-জরিমানা
নিজস্ব প্রতিনিধি ॥
সাতক্ষীরার তালায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে ছয়জনকে ৬০ হাজার টাকা জরিমানা ও দুইজনকে ১৫ দিনের সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন মঙ্গলবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের জেয়ালা ঘোষপাড়ায় এ অভিযান পরিচালনা করেন। বাড়ির পার্শ্ববর্তী খালে গরুছাগলের মলমূত্র ও ময়লা আবর্জনা ফেলায় ২৬৯ ধারা মোতাবেক তাদেরকে জেল-জরিমানা করা হয় বলে সূত্রটি জানায়। এ সময় জেয়ালা ঘোষপাড়ার পার্থ ঘোষ, প্রশান্ত ঘোষ, মনোরঞ্জন ঘোষ, বিশ্বনাথ ঘোষ, অর্জুন ঘোষকে ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা এবং আশিষ ঘোষ ও উপল ঘোষ কে ১৫ দিনের সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

Check Also

আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।