ক্রাইমর্বাতা রিপোট: সাতক্ষীরা: বিচারকদের সাথে সাধারণ জনগণের সেতুবন্ধন দরকার। এ সেতু বন্ধন তৈরীতে মাধ্যম হিসাবে কাজ করতে পারে সংবাদ পত্র। বিচারক স্বল্পতার দরুন বিচার বিভাগে মামলার জট তৈরি হওয়ায় বিচার প্রার্থীরা কষ্ট পাচ্ছে। বৃহস্পতিবার জেলা সংবাদ পত্র পরিষদের সাথে এক মতবিনিময় কালে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এ সব কথা বলেন। মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জি,এম নূর ইসলাম, কালের চিত্রের সম্পাদক আবু আহম্মেদ, সাতনদীর সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান, পত্রদূত সম্পাদক লায়লা পারভিন সেজুঁতি, আজকের সাতক্ষীরা সম্পাদক মহাসিন হোসেন বাবলু, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক ওয়ারেশ খান চৌধূরী, সাপ্তাহিক মুক্ত স্বাধীনের প্রধান সম্পাদক আবুল কালাম প্রমূখ।
জেলা ও দায়রা জজ মতবিনিময়কালে আরও বলেন, সমাজের ক্ষমতাধরদের সঙ্গে সখ্যতা এড়িয়ে চললে আপনাদের কাজের মান বাড়বে। আইন প্রনয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ত্রুটিপূর্ন আইন প্রনয়ন বিচার অঙ্গনে জটিলতা তৈরি করে যা কারো জন্য কাম্য নয়। থানায় যথাযথভাবে মামলা না নেওয়ায় বিচার প্রার্থীরা আদালতের শরনাপন্ন হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনজীবির উপস্থাপনের উপর ভিত্তি করেই বিচারককে সিদ্ধান্ত নিতে হয়। বিষয়টা অনেকটা লাইভ এর মত। ফলে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেয়া যায় না। নিয়মিত পালা পড়ার অভ্যাসের কথা উল্লেখ করে তিনি জানান, অনেক ক্ষেত্রে বিচারিক বিষয় নিয়ে লেখা-লেখি হয়। সংবাদপত্রের দায়িত্বশীল লেখনি আমাকে প্রকৃত বিষয় জানাতে সহায়তা করে। সংবাদপত্রকে সমাজের দর্পন আখ্যা দিয়ে তিনি বলেন, সাহসী লেখনি সমাজ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে পারে। সংবাদপত্র হাউজের কর্মরতদের বিষয়ে তিনি জানান, সম্পাদক সহ হাউজের দায়িত্বশীলরা দক্ষ হলে সে পত্রিকা মান সম্পন্ন হয়। বিচার অঙ্গনের কিছু বিষয় তুলে ধরায় তিনি জানান, সমস্যা দূরীকরনে কাজ অব্যাহত আছে।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …