অভিনেত্রীকে জুতা ছুড়ে মারলেন সানি লিওন (ভিডিও)

ক্রাইমর্বাতা রিপোট:  সানি লিওন। বলিউডে পা রাখার পর অনেক কথা শুনতে হয়েছিল তাকে। পর্নগ্রাফি ছবিতে অভিনয় করতেন বলে অনেকেই ভাল চোখে দেখেননি তার বলিউডের অভিনয়কে।

কিন্তু নিন্দুকের কথাতে কান না দিয়ে নিজের কাজটা মন দিয়ে করে গিয়েছেন সানি। আর সেই জন্যই আজ বলিউডে তিনি নিজের জায়গা করে নিয়েছেন। শুধু তাই নয় বলিউডের সফল অভিনেত্রীদের মধ্যে একজন তিনি।

তবে সানি কিন্তু খুব মজার মেয়ে। তিনি লোকজনের সঙ্গে মজা করতেও ভালবাসেন। সানি যে কখন কী করে ফেলবেন তা বলা খুব মুশকিল।

এদিকে, নতুন এক অভিনেত্রীকে স্ক্রিপ্ট বোঝাচ্ছিলেন আর এক অভিনেতা। আর সেই ওয়ার্কশপে উপস্থিত ছিলেন সানি লিওনও। সবই ঠিক ছিল। সানি হঠাৎ নিজের ব্যাগ থেকে একটা লাল জুতা বের করে ছুড়ে মারলেন অভিনেত্রী ও ওই অভিনেতার দিকে।

এক মুহূর্তের জন্য সকলে চমকে ওঠেন। তারপর সকলে হেসে ফেলেন। সানি এমন সব অদ্ভুত মজা করেন যা সকলকে মাঝে মাঝেই চমকে দেয়। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সানি। লিখেছেন, মজাটা ঠিক জমলো না।

জুতা ছুড়ে মারার ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন।

https://www.instagram.com/p/B2AwbiHB_z1/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।