ভ্রাম্যমান প্রতিনিধি: বৃহস্পতিবার ৫ই সেপ্টেম্বর দুপুর ৩টার সময় তালা উপজেলা তৈলকূপি গ্রামে মুকাম বিশ্বাসের মেয়ে নারগিস খাতুন( ১৬) কে বাল্য বিয়ে দেয়ার আয়োজন করা হয়। তাৎক্ষণিক তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজেস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম এবং তালা উপজেলা মহিলা বিষয়ক কার্মকর্তা নাসরিন খতুন খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে গিয়ে বাল্য বিবাহ বন্ধ করে দেন। এ সময় মোকাম বিশ্বাসকেধরে নিয়ে তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসে এসে তার কাছ থেকে মুসলেকা নেয়ে ছেড়ে দেয়া হয়। তিনি ১৮ বছরের আগে আর তার মেয়েকে আর বিয়ে দিবেন না বলে অঙ্গীকার করেন। এবং পরে তাকে ছেড়ে দেন। এবং পরে আর যাহাতে ওই গ্রামে বাল্য বিবাহ না দেয় সে ব্যাপারে সবাই কে দিক নির্দেশনা প্রদান করেন।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …