কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে দেয়াড়া, পৌরসভা ও চন্দনপুরের জয়

ক্রাইমর্বাতা রিপোট:   কলারোয়াঃ কলারোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনুর্ধ-১৭) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৪র্থ, ৫ম ও শেষ খেলায় দেয়াড়া ইউপি, কলারোয়া পৌরসভা ও চন্দনপুর ইউপি ফুটবল দল জয়লাভ করেছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠে খেলাগুলো অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ৪র্থ খেলায় জালালাবাদ ইউপিকে ৩-১ গোলে পরাজিত করে জয়ের দেখা পায় দেয়াড়া ইউপি। বিকালে ৫ম খেলায় গোলশুন্য ড্র থাকার পর সোনাবাড়িয়া ইউপিকে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে কলারোয়া পৌরসভা ফুটবল একাদশ। পরে ১ম রাউন্ডের শেষ খেলায় লাঙ্গলঝাড়া ইউপিকে ৩-১ গোলে পরাজিত করে চন্দনপুর ইউপি ফুটবল একাদশ জয়ের স্বাদ পায়।
খেলাগুলো পরিচালনা করেন মিয়া ফারুক হোসেন স্বপন, রাশেদুজ্জামান রাশেদ, মাসউদ পারভেজ মিলন ও রুহুল আমিন। ধারাবিবরণীতে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম ও মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন। দর্শকদের পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাগুলো উপভোগ করেন, পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জমান বুলবুল, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম,  উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, পৌর কাউন্সিলর আকিমদ্দীন আকি প্রমুখ।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।