পাবনা সংবাদদাতা : গতকাল শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা সদর ও পৌর শাখার ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পাবনা সদর থানা পুলিশ। জানা যায় বাদ ফজর দারস চলাকালীন পাবনা পুলিশ পাবনা দারুল আমান ট্রাস্ট-এর মসজিদ ঘিরে ফেলে এবং ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পাবনা জেলা জামায়াতের এক নেতা জানান মসজিদে ফজর নামাজ শেষে কোরআনের দারস চলছিল এমতাবস্থায় হঠাৎ পুলিশের চার থেকে পাঁচটা গাড়ি এসে গণগ্রেপ্তার করতে থাকে গ্রেপ্তারকৃতরা হলেন পাবনা পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল লতিফ ও পাবনা সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ময়েজ উদ্দিন অন্যরা কর্মী বলে জানা গেছে এদিকে বিনা কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা সদর উপজেলা ও পাবনা পৌর জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাবনা জেলা জামায়াতের আমীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল ও জেলা সেক্রেটারি প্রিন্সিপাল ইকবাল হোসাইন পাবনা পৌর জামাতের আমীর অধ্যাপক আব্দুল গাফফার খান পাবনা সদর উপজেলা জামায়াতের আমীর আব্দুর রব প্রতিবাদে আবু তালেব ম-ল বলেন সরকার বিনা কারণে পাবনায় পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে নিরীহ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের গ্রেফতার করে হয়রানি করছে বিনাভোটের এই অবৈধ সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামের উপর নির্যাতন নিপীড়নের নিকৃষ্ট উদাহরণ এর অংশ হিসেবেই আবারো তাদেরকে গ্রেপ্তার করেছে অবিলম্বে সকল নেতাকর্মীদের মুক্তি দাবি করছি এ বিষয়ে পাবনা সদর থানার ওসি ওবায়দুল হক বলেন আমরা গোপন সংবাদের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করছিল এমন তথ্যের ভিত্তিতেই জামায়াতের নেতাকর্মীদের আটক করেছি।
ঝালকাঠি সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখার সেক্রেটারী মাওলানা ফরিদুল হক, শহর সেক্রেটারী মাওলানা মনিরুল ইসলাম, জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আবদুল কুদ্দুস ও কয়েকজন রোকনসহ মোট ১৭ জনকে ঝালকাঠি পুলিশ সন্ত্রাসী কর্মকা- ঘটানোর আশংকার অভিযোগে গতকাল শুক্রবার জেলা ১০টার দিকে শহরের এক সম্মেলন স্থান হতে গ্রেফতার করে নিয়ে গেছে।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …