উন্নয়নে যেমন কোন ধর্মীয় ভেদাভেদ থাকে না তেমনি উৎসবের ক্ষেত্রেও ভেদাভেদ নেই: এমপি লুৎফুল্লাহ

ক্রাইমর্বাতা রিপোট: সাতক্ষীরা: নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশে সকল ধর্মের মানুষ পাশাপাশি বসবাস করে। ফলে এক ধর্মের উৎসবে অন্য ধর্মের মানুষদের মিলনমেলা দেখা যায়। যার যার ধর্ম তারা পালন করলেও উৎসবের ক্ষেত্রে ‘মানুষ’ হিসেবে সকলে সমান।’
শুক্রবার বিকেলে কলারোয়া পৌরসদরের ঝিকরা পাড়–ইপাড়া কালী মন্দিরে শ্রীশ্রী রাধিকার জন্মতিথি অষ্টমী পূজা উৎসব উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুস্তফা লুৎফুল্লাহ এমপি আরো বলেন, ‘এলাকার যেকোন সমস্যা, সম্ভাবনা, উন্নয়নে যেমন কোন ধর্মীয় ভেদাভেদ থাকে না তেমনি উৎসবের ক্ষেত্রেও ভেদাভেদ নেই।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ হোসেন।
এসময় মন্দিরের অবকাঠামো উন্নয়ন, পার্শবর্তী কাচা রাস্তা সংষ্কারের জন্য ১লাখ টাকা অনুদানের প্রতিশ্রুতি দেন অতিথিবৃন্দ। পাশপাশি মন্দির চত্বরে জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যা সমাধানেরও আশ্বাস দেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্কসপার্টির নেতা সহকারি অধ্যাপক আবুল খায়ের, জয় মহাপ্রভু সেবক সংঘের সাধারণ সম্পাদক অসিত কুমার ঘোষ, সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতা হরেন্দ্র নাথ রায়, সন্তোষ কুমার পাল, মাস্টার উত্তম কুমার, নরেন্দ্র নাথ ঘোষ, লক্ষন চন্দ্র বিশ্বাস, সুনিল দাশ, সঞ্জয় সাহা, কলারোয়া নিউজের রিপোর্টার আদিত্য বিশ্বাস, রাজেস পাল, প্রান্ত দেবনাথসহ বিভিন্ন বয়সের ভক্তবৃন্দ।
এদিকে, শুক্রবার সকাল থেকে সেখানে প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীশ্রী রাধিকার অভিষেক, মঙ্গল আরতি, ভগবত আলোচনা, নাম সংকীর্তন, প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয় বলে মন্দির কমিটির নেতৃবৃন্দ জানান।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।