ক্রাইমবার্তা রিপোটঃ গরু নিয়ে ফেরার পথে ভারতীয়দের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন ছোট খোকন নামের এক গরু রাখাল। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি ইউনিয়নের মৃগিডাঙ্গা গ্রামের আকছের আলির ছেলে।
আজ বুধবার ভোরে সাতক্ষীরার কালিয়ানি সীমান্তের বিপরীতে ভারতের দুবলি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ব্যাপারে বিজিবির কোনো বক্তব্য না পাওয়া গেলেও পুলিশ বলছে ভারতীয়দের হাতে আহত হবার কথা স্বীকার করেনি তার পরিবার।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে কয়েকজন বাংলাদেশি গরু রাখাল আনতে চোরাপথে ভারতে যান। বুধবার ভোরে গরু নিয়ে ফিরবার সময় ভারতের দুবলি এলাকায় তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে ভারতীয় চোরাচালানিরা। এতে গুরুতর আহত হন ছোট খোকন (২৮)। আহত হবার পর তার সহযোগী রাখালরা তাকে বাংলাদেশে এনে গোপনে চিকিৎসা দেন। পরে পুরিশ বিজিবির ভয়ে তাকে সাঈদুল হোসেন নামে ভর্তি করা হয় সাতক্ষীরা সদর হাসপাতালে ।
এদিকে এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক নুর আলম জানান তিনি খবর পেয়ে ছোট খোকনের সাথে কথা বলতে হাসপাতালে যান। সে অসুস্থ থাকায় কথা বলতে পারেনি। তার বাড়িতে গেলে পরিবারের লোকজন জানায় ‘ ধারালো অস্ত্রের আঘাত করার ঘটনাটি ভারতের মধ্যে ঘটেনি’।
Check Also
সাতক্ষীরায় ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। তবে এসময় …