সাতক্ষীরার কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

সাতক্ষীরা সংবাদদাতা:সাতক্ষীরায় কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চতুর্থ শ্রেণীর ছাত্র ইমরান হোসেনের মৃত্যু হয়েছে। কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইমরান হোসেন কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামের কেরামত হোসেনের ছেলে ও আলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

স্থানীয়রা জানান, ইমরান হোসেন মঙ্গলবার রাতে তার ঘরের সিলিং ফ্যান মেরামত করছিলেন। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে কলারোয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল-গীয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।