তালায় রুগ্ন গাভী জবাই : মাংস ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি ॥রুগ্ন গরু (গাভী) জবাই করে মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত সাতক্ষীরা তালার জাতপুর বাজারের এক মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত জাতপুর বাজারে মাংস বিক্রির সময় হাতে-নাতে ধরে ফেলে। এ সময় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২/৫৩ ধারা মোতাবেক উপজেলার আলাদিপুর গ্রামের ইউসুফ শেখর ছেলে রবিউল শেখ (৩৫) কে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় উদ্ধারকৃত মাংসে কেরোসিন ঢেলে মাটিতে পুঁতে ফেলা হয়। অভিযান পরিচালনাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রসিকিউশন অফিসার উপজেলা সেনেটারী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম ও জাতপুর ক্যাম্প ইনচার্জ এস,আই সাহিদুর রহমান।

এলাকাবাসীর অভিযোগ,জবাইকৃত গাভীটি কয়েক দিন পূর্বে একটি মৃত বাছুর জন্ম দেয়। এরপর গাভীটিও মারাতœকভাবে অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে বুধবার গাভীটিকে জবাই করলে এলাকাবাসী ভ্রাম্যমান আদালতকে অবহিত করেন। পরে ভ্রাম্যমান আদালত উক্ত জরিমানা আদায় করেন।

Check Also

ডিসেম্বরের ২১ দিনে রেমিট্যান্স এল ২ বিলিয়ন ডলার

চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে বৈধ পথে ২০০ কোটি  মার্কিন (২ বিলিয়ন) ডলারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।