হাসপাতালে এসি’র ব্যবস্থা না করে নিজ রুমে এসি ব্যবহার করা যাবেনা : তালা ইউএনও

ইলিয়াস হোসেন, তালা: তালা হাপাতালের অসুস্থ্য রোগীদের এসি’র ব্যবস্থা না করে নিজের কক্ষে এসি চালাবে না তালার ইউএনও। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র চিকিৎসা নিতে আসা রোগীদের গরমে থাকতে দেখে তাদের কষ্ট উপলব্ধি করে নিজের ফেইসবুক স্ট্যটাসের মাধ্যমে ১১ সেপ্টেম্বর রাত ১০ টায় এ তথ্য জানিয়েছে উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে উপজেলা নির্বাহী অফিসারের দেওয়া স্ট্যটাসটি হুবহু তুলে ধরা হল। নিজেকে অপরাধী মনে হচ্ছে। এসি রুমের মধ্যে থাকতে ভালো লাগছেনা। ফ্যাক্ট: হাসপাতালে অপারেশনের রোগী গরমের সাথে লড়ছে। রাতের তালা আমাকে বদলে দাও। কাল থেকে নিজের রুমের এসি বন্ধ থাকবে। রোগীদের ব্যবস্থা না করে ব্যবহার করবোনা। দয়া করে রুমে ঢুকে কেউ এ সি চালাতে বলবেন না। হাসপাতালের এসি হতেই হবে। এসি হবেই। কোনও ধূলো থাকবেনা। জুতো বাইরে থাকবে। আর বাথরুম থেকে গন্ধ নয় ঘ্রান আসুক।

এদিকে তার এমন মানবিক উদ্যোগ কে স্বাগত জানিয়ে যেমন ফেইসবুকে বইছে লইক, কমেন্ট আর রিয়েক্ট এর ঝড় তেমনি চায়ের কপে উঠেছে আলোচনার ঝড়। কেউবা বলছে, এমন ইউএনও বাংলাদেশের প্রতিটি উপজেলায় প্রয়োজন। কেউবা বলছে, বাংলাদেশের সকল ইউএনও কে এমন হতে হবে। কেউবা আবার বলছে, ইউএনও ইকবাল হোসেন ৩১ জুলাই তালায় যোগদানের পর দু মাস পার হতে না হতেই তালা উপজেলার চেহার বদলে গেছে। মানুষ নিয়ম কি? আর অনিয়ম কি? এটা বুঝতে শিখেছে। যার চিত্র তালা বাজারের ওলি গলি দেখলে বুঝা যাবে।
এব্যাপারে তালা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেনের সাথে যোগাযোগ করা করা হলে তিনি এ প্রতিবেদককে বলেন, আমি সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করছি। যেখানে সাধারণ মানুষ ভালো থাকতে পারেনা আমি কি ভাবে ভালো থাকবো। আপনি হয়তো বা লক্ষ করেছেন বর্তমান তালা উপজেলা স্বাস্থ্য অসুস্থ্য অপারেশনের রোগীরা কি কষ্ট ভোগ করছে। তাই আমি রোগীর দের আয়েশের ব্যবস্থা না করে নিজে আয়েশ করবো না। সেটা আমার পক্ষে সম্ভব না।

Check Also

বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।