দেবহাটায় রাতের আঁধারে সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ

দেবহাটা ব্যুরো: দেবহাটার পারুলিয়াতে সরকারি ছুটির দিন শুক্রবার রাতের আঁধারে সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে রুহুল আমিন নামের এক ব্যবসায়ী ও তার সাঙ্গপাঙ্গরা। অভিযুক্ত রুহুল আমিন পারুলিয়া সেড মসজিদ সংলঘœ ‘ঘড়ি ঘর’ নামক একটি প্রতিষ্ঠানের মালিক। শুক্রবার সরকারি ছুটির দিনকে বেছে নিয়ে রাতের আঁধারে প্রশাসনের চোখে ধুলো দিয়ে অভিনব কায়দায় পারুলিয়া ইছামতি সিনেমো হল সড়কের রাজ্জাক ভ্যারাইটি স্টোরের সামনে সরকারি জমিতে কংক্রিটের অবৈধ স্থাপনা নির্মাণ করে চলেছে সে। শুক্রবার স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে রাত ১০টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ১০-১৫ জন শ্রমিক আর মিক্সার মেশিন নিয়ে তড়িঘড়ি করে সরকারি জমিতে কংক্রিটের অবৈধ স্থাপনার বেজ ঢালাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে রুহুল আমিন। সরকারি ছুটির দিনে রাতের আঁধারে সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়ে অভিযুক্ত রুহুল আমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় সবাইকে খুশি করেই আমি স্থাপনা নির্মাণের কাজটি করছি। আপনারা আমার ক্ষতি করবেন না। উল্লেখ্য, ইতোপুর্বে একই স্থানে অবৈধ স্থাপনা নির্মাণকালে তৎকালীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদ অবৈধ নির্মান কাজ বন্ধসহ স্থাপনা উচ্ছেদ করেন। এদিকে চলমান অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়ে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সাথে কথা বললে তিনি বলেন, সরকারী সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণ করলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Check Also

ডিসেম্বরের ২১ দিনে রেমিট্যান্স এল ২ বিলিয়ন ডলার

চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে বৈধ পথে ২০০ কোটি  মার্কিন (২ বিলিয়ন) ডলারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।