ক্রাইমবার্তা রির্পোট: সাতক্ষীরা: দীর্ঘ ১২ বছর পর নিজের সম্পত্তি ফিরে পেল সাতক্ষীরার আব্দুর রাজ্জাক। সে শহরের পলাশপোল এলাকার মুন্সি আদম আলীর পুত্র এবং শহরের থানা সড়কের জাকির ক্লথ স্টোরের স্বাত্বাধীকারী। সূত্র জানায়,২০০৫ সালে শহরের ৫নং ওয়ার্ডের বাটকেখালি গ্রামের আব্দুর রশিদ দুই বছরের জন্য জাকির ক্লথ স্টোর লীজ নেয়। লীজের মেয়াদ শেষ হওয়ার পর মালিক পক্ষ লীজ বাতিল করতে চাইলে আব্দুর রশিদ সময় চায়। কয়েক দফায় সময় দেয়ার পরও আব্দুর রশিদ দোকান ছাড়তে তালবাহনা করে। এমনকি দোকেন মালিক আব্দুর রাজ্জাককে হুমকী-ধামকী দেয়। প্রভাব শালীদের দোহাই দিয়ে বার বার সে আব্দুর রাজ্জাকে ভয়ভীতি প্রদর্শন করে। আব্দুর রাজ্জাক নিরুপায় হয়ে প্রশাসনের বিভিন্ন দফতরে সহযোগীতা চায়। বিষয়টি নিয়ে জেলা ব্যবসায়ী সমিতি,সাতক্ষীরা পৌরসভা,ও সদর উপজেলা পরিষদে একাধীকবার শালিস বসানো হয়। শালিসের সিদ্ধান্ত আব্দুর রাজ্জাকের পক্ষে যায়। ফলে আব্দুর রাজ্জাকের সম্পত্তি ও দোকানঘর ফিরিয়ে দিতে আব্দুর রশিদকে নির্দেশ দেয়া হয়।
একপর্যায়ে আজ ১৬ সেপ্টেম্বর সোমবার আব্দুর রাজ্জাক তার দোকানঘর দখল করেন।
Check Also
আশাশুনি উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও …