হাফিজুর রহমান শিমুলঃ
তালা থানায় নতুন তদন্ত ওসি হিসেবে যোগদান করেছেন শেখ সেকেন্দার আলী। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮ টা ৩০ মিনিটে তিনি পূর্বের তদন্ত ওসি আবুল কালাম আজাদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এরআগে শেখ সেকেন্দার আলী সাতক্ষীরা সদর থানার ওসি (অপারেশন)এর দায়িত্বে ছিলেন। সে বাগেরহাট জেলার সদর উপজেলার ডেমা গ্রামের শেখ মোশাররফ হোসেনের পুত্র। শেখ সেকেন্দার আলী শিক্ষা জীবনে কুড়িছেন ৪টি সার্টিফিকেট। ১৯৯৭ সালে এসএসসিতে প্রথম বিভাগে মোংলা সেন্টপলস্ স্কুল হতে উত্তীর্ণ হন। ১৯৯৯ সালে এইএসসিতে প্রথম বিভাগে খুলনা সুন্দবন কলেজ থেকে পাশ করেন। ২০০৪ সালে খুলনা আজমখান কমার্স কলেজ হতে হিসাব বিজ্ঞান বিষয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয় এবং একই কালেজ থেকে ২০০৭ সালে হিসাব বিজ্ঞানে প্রথম বিভাগে মাস্টার্স পাশ করেন তিনি। পড়াশুনা শেষে ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে এসআই পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি বিভিন্ন পদে মেহেরপুর সদরে ৩ বছর, সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় ১ বছর, সাতক্ষীরার কালিগঞ্জ থানায় ২ বছর, খুলনা জেলার পাইকগাছা ও দাকোপসহ বেশ কয়েকটি উপজেলায় সুনামের সাথে চাকরি করছেন তিনি। এরপর ২০১৬ সালের ডিসেম্বর মাসে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পেয়ে সাতক্ষীরা সদর থানায় পুলিশ পরিদর্শক (অপারেশন) পদে দীর্ঘ ২ বছর ৮ মাস সুনামের সহিত অতিবাহিত করে ১৬ সেপ্টম্বর তালা থানায় ওসি তদন্ত হিসেবে যোগদান করেন তিনি।