বর্নাঢ্য আয়োজনে ক্লিন ও গ্রীন সাতক্ষীরার যাত্রা শুরু

ক্রাইমর্বাতা রিপোর্ট:সাতক্ষীরা:   সাতক্ষীরা জেলাকে পরিস্কার পরিচ্ছন্ন ও সবুজ জেলা রুপে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে “ক্লিন সাতক্ষীরা গ্রীণ সাতক্ষীরা’ সামাজিক আন্দোলনের উদ্বোধন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে খুলনা রোড মোড় থেকে ব্যানার ফেস্টুন ও বাদ্যযন্ত্র সহকারে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের নিউ মার্কেট মোড় (শহীদ আলাউদ্দিন চত্বর) এ গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘পবিত্রতা ঈমানের অংগ। নিজেদের আঙিনা যদি নিজেরাই পরিস্কার রাখি তাহলে সবকিছু সহজ হবে। আগে আমাদের মন পরিস্কার করে ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে গেলেই “ক্লিন সাতক্ষীরা গ্রীণ সাতক্ষীরা’ গড়ার স্বপ্ন বাস্তবে রুপ নেবে। সেজন্য দরকার সমন্বিত প্রচেষ্টা ও উদ্যোগ। সবকিছু সফল করার লক্ষ্যে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়।’

এসময় বক্তব্য রাখেন সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার, জেলা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, স্থানীয় সরকার সাতক্ষীরা উপপরিচালক হোসেন শওকত, ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম.এম মাহমুদুর রহমান, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, শেখ আব্দুস সেলিম, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, কণ্ঠশিল্পী আবু আফ্ফান রোজ বাবু, শামীমা পারভীন রত্মাসহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Check Also

সাতক্ষীরায় ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। তবে এসময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।