সাতক্ষীরা পৌরসভার ৩ টি ওয়ার্ডে ৯২ লক্ষ টাকা ব্যয়ে পিচের রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার ৩ টি ওয়ার্ডে পিচের রাস্তা কার্পেটিং নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় ৬নং ওয়ার্ডে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ২য় পর্যায় ৩৫ লক্ষ টাকা ব্যয়ে ১৫শ’ ২০ মিটার কুখরালী মোড় থেকে বটতলা অভিমুখী পর্যন্ত পিচের রাস্তা কার্পেটিং নির্মাণ কাজ, পৌরসভার ২নং ওয়ার্ডে নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে সাবেক মহিলা এমপি মিসেস রিফাত আমিনের বাড়ি পর্যন্ত ২৫ লক্ষ টাকা ব্যয়ে ৫শ’ ৩৭ মিটার পিচের রাস্তা কার্পেটিং নির্মাণ কাজের উদ্বোধন, পৌরসভার ১নং ওয়ার্ডের আমতলা মোড়ে আমতলা মোড় হতে কাটিয়া বাজার পর্যন্ত ৫শ৪০ মিটার ৩০ লক্ষ টাকা ব্যয়ে পিচের রাস্তা কার্পেটিং নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে পৌরসভার ৩টি ওয়ার্ডে পিচের রাস্তা কার্পেটিং নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. আব্দুস সেলিম, পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুল ইসলাম, মহিলা কাউন্সিলর জ্যোৎ¯œা আরা, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, মহিলা কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার, বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, এসও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি শেখ শাহীনুর রহমান বাবু, এস.এম রাশিদুজ্জামান, আশরাফুল কবির খোকন, স্থানীয়দের মধ্যে সাবেক অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী, সৈয়দ হায়দার আলী তোতা, সৈয়দ নাজমুল হক বকুল, সৈয়দ জয়নাল আবেদীন জসি, ডা. আশরাফ বাবু, ব্যাংকার ওবায়দুর রহমান, শফি উদ্দিন ময়না, আওয়ামী লীগ নেতা হাসানুজ্জামান, মনিরুল ইসলাম, মোস্তফা, সাগর দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুরে ড্রেণেজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে এ ড্রেণেজ নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। সাতক্ষীরা পৌরসভা ও ব্র্যাকের যৌথ উদ্যোগে পৌরসভার ০৪নং ওয়ার্ডের সুলতানপুর কাজী পাড়ায় ২লক্ষ ১৬ হাজার টাকা ব্যয়ে ৫০ মিটার ড্রেণেজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।