শ্যামনগর (সদর) প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জের গহিনে আঠারোবেকী খালে মাছ ধরার সময় মৌমাছির আক্রমনে আলামিন (৩০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে মাছ ধরার সময় সে মৌমাছির আক্রমনের স্বীকার হয়। তিনি শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের মীরগাং গ্রামে আজিজ মিস্ত্রীর ছেলে। কৈখালী বন ষ্টেশন কর্মকর্তা (এসও) কামরুল ইসলাম সতত্য নিশ্চিত করে বলেন, কৈখালী বন অফিস হইতে অনুমতি নিয়ে সুন্দরবনে আঠারোবেকী খালে মাছ ধরার সময় দলবদ্ধ মৌমাছি আলামিন কে আক্রমন করে। এক পর্যায়ে সে নদীতে লাফিয়ে পড়ে। সহযোগিদের কাছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে তিনি জানান। মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল ঘটনার সত্যতা স্বীকার করেন।
Check Also
সাতক্ষীরায় ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। তবে এসময় …