ক্রাইমবার্তা রিপোটঃ : সাতক্ষীরার মাদ্রাসা পড়–য়া ১২ বছরের একটি শিশু রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। শহরতলির বাঁকাল ইসলামপুরের আজিবর রহমানের ছেলে বিল্লাল হোসেনকে বৃহস্পতিবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় রেকর্ডকৃত জিডিতে বলা হয় বিল্লাল হোসেন পারকুখরালির চায়না বাংলা মাদ্রাসায় হাফেজির ছাত্র ছিল। ছুটি পেয়ে কয়েকদিন ধরে সে বাড়িতে ছিল। বৃহস্পতিবার বিকালে নামাজ পড়তে যাবার কথা বলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। এর পর থেকে সে নিখোঁজ রয়েছে। তাকে খুঁজতে এরই মধ্যে মাইকিং করা হয়েছে। তার রং শ্যামলা। গায়ে লাল রংয়ের গেঞ্জি ও খয়েরি শার্ট পরা ছিল।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …