ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরার শ্যামনগরের একটি বসত ঘর থেকে ১৪টি বাচ্চাসহ একটি বিষধর কেউটে সাপ ধরা পড়েছে। এসময় ২১টি সাপের ডিমও উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী গ্রামের হরপ্রসাদ মন্ডলের বসত ঘর থেকে এই সাপ ও ডিম উদ্ধার করা হয়েছে।
ঘরপ্রসাদ মন্ডল জানান, হরপ্রসাদের ঘরের কার্নিশ দিয়ে ৩টি কেউটে সাপের বাচ্চা চলাচল করতে দেখা যায়। তাৎক্ষণিক হরপ্রসাদ মন্ডল স্থানীয়দের সহযোগিতায় সাপের বাচ্চা ৩টি মেরে ফেলেন। কিন্তু হরপ্রসাদ মন্ডল সন্দেহ হয় যে বাচ্চাগুলো হয়তো ঘরের মধ্যে কোথাও যাচ্ছিল। এমন সন্দেহ থেকে শুক্রবার ভোরে কয়েকজন যুবককে নিয়ে ঘরের মেঝের মাটি কোপাতে শুরু করেন তিনি। এর পরপরই মেঝে থেকে বেরিয়ে আসতে থাকে একেকটি কেউটে সাপের বাচ্চা। ঘরের অর্ধেক মাটি কাটা শেষ হলে বড় সাপের খোলস, ১৪টি বাচ্চা এবং ২১টি সাপের ডিম পাওয়া যায়। এ সময় সাপের বাচ্চাগুলোকে মেরে ফেলা হলেও মা সাপ ধরতে না পারার ফলে আতংক বিরাজ করছিল। পরে স্থানীয় সাপুড়েরা চেষ্টা চালিয়ে মা সাপকে জীবিত অবস্থায় ধরতে সক্ষম হয়। এ ঘটনার পর থেকে ওই এলাকায় সাপ আতংক বিরাজ করছে।
Check Also
সাতক্ষীরায় ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। তবে এসময় …