হাফিজুর রহমান শিমুলঃ
নদী রক্ষা, জলাবদ্ধতা নিরসন, খাস জমি উদ্ধার ও পরিবেশ রক্ষা সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পরিচিতি ও মতবিনিময় সভা। শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আইনজীবি সমিতির ২য় তলায় সভাকক্ষে জেলা কমিটির সিনিঃ সহ সভাপতি বিশিষ্ট সাংবাদিক এ্যাডঃ এবিএম সেলিম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাড, অসীম কুমার মন্ডল এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি ও দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক এবং প্রকাশক মোঃ মহাসিন হোসেন বাবলু। বক্তব্য রাখেন সহ সভাপতি অধ্যক্ষ নাজিরুল ইসলাম, এ্যাডঃ মোস্তফা জামান, এ্যাডঃ আশরাফুল আলম বাবলু, এ্যাডঃ জুলফিকার আলম, যুগ্ম সম্পাদক এ্যাডঃ নুরুল আমিন, এ্যাডঃ সাইফুল আলম, সহ সাধারণ সম্পাদক এ্যাডঃ শিহাব মাসউদ সাচ্চু, কোষাধ্যক্ষ স,ম তাজমিনুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মিজানুর রহমান বাপ্পী, সহ সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ কাজী আব্দুল্যাহ আল হাবিব, সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল, প্রচার সম্পাদক সাংবাদিক হেলাল উদ্দীন, প্রকাশনা সম্পাদক আবু সাঈদ, দপ্তর সম্পাদক মাসুদুর জামান, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ শেখ আবু সাইদ রাজা, যুব ও ক্রীড়া সম্পাদক এ্যাডঃ তোহা কামাল উদ্দীন হীরা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এ্যাডঃ সোহরাব হোসেন বাবলু, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এ্যাডঃ শেখ আমিনুল ইসলাম, মানবাধিকার সম্পাদক অধ্যাপক জি এম আব্দুল ওহাব, জেলা কার্যকরী সদস্য ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, আলহাজ্ব মোঃ আকরাম হোসেন, প্রভাসক অনন্ত কুমার মন্ডল, মাষ্টার আব্দুর রহিম, কপিল দেব মন্ডল, মঈনুল ইসলাম ও জুলফিকার প্রমুখ।
সভায় নবগঠিত জেলা কমিটির পরিচিতি, জেলার ৮টি উপজেলা কমিটি গঠনের তারিখ নির্ধারণ, প্রশাসন, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সাথে মতবিনিময়ের তারিখ নির্ধারণ, সাংগঠনিক এবং বিবিধ বিষয়ে গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।