বিএনপি নেতা দুদু’র গ্রেফতারের দাবিতে সাতক্ষীরায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের প্রতিবাদ সভা

ক্রাইমবার্তা রিপোটঃসাতক্ষীরাঃ    বঙ্গবন্ধু তনয়া বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে প্রাণনাশের হুমকি ও ১৫ আগষ্ট নিয়ে কটুক্তি করায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু কে অবিলম্বে গ্রেফতার ও বিএনপির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবীতে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাতক্ষীরা পৌর শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর-২০১৯ শুক্রবার বিকাল ৪টায় জেলা কার্যালয়ে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা পৌর শাখার সভাপতি আসাদুজ্জামান লাভলু’র সভাতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এডভোকেট আল মাহমুদ পলাশ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাতক্ষীরা জেলা সহ-সভাপতি অধ্যাপক তপন কুমার শীল, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম বাবলু, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।

পৌর সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, পৌর সহ-সভাপতি আব্দুল বারী ও ইদ্রিসুল ইসলাম পলাশ, যুগ্ন-সাধারণ সম্পাদক আবুল হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক ওয়াস কুরণী শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক ফারুক হোসেন, ত্রাণ সম্পাদক শওকাত আলী, কৃষি ও সমবায় সম্পাদক আবুল হাসান মোড়ল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর ১নং ওয়ার্ড সভাপতি আনারুল ইসলাম, ২নং ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম, ৩নং ওয়ার্ড সভাপতি ইস্রাফিল হোসেন, ৭নং ওয়ার্ড সভাপতি আনারুল ইসলাম, ৮নং ওয়ার্ড সভাপতি লুৎফর রহমান টুকু, ৯নং ওয়ার্ড সভাপতি আলমগীর হোসেন। পৌর ১ নং সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, ৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সম্পাদক আনিছুর রহমান,৪নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, ৭ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মহিদ গাজি প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত ১৬ সেপ্টেম্বর ডিবিসি টেলিভিশনে টকশোতে শামছুজ্জামান দুদু মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে উস্কানিমুলক মন্তব্য করে যে অপরাধ করেছেন তা ক্ষমা অযোগ্য, তাই তাকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ মাঠে থাকার ঘোষণা করেছেন।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।