সড়কের জায়গা দখল করে ইট-বালির ব্যবসা বন্ধ ও অবৈধ বিল বোর্ড অপসারণের নির্দেশ সম্বলিত এক গণবিজ্ঞপ্তি জারী করেছেন সাতক্ষীরার জেলা ম্যাজিস্ট্রেট। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে ‘এতদ্বারা সাতক্ষীরা জেলাবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, সাতক্ষীরা পৌরসভা ও কলারোয়া পৌরসভা, সকল উপজেলা পরিষদ এর যৌথ উদ্যোগে “ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা” সামাজিক আন্দোলন বাস্তবায়নের লক্ষ্যে সম্মানীত বাড়ির মালিক, ভাড়াটিয়া, ব্যবহারকারী, ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, হোটেল-রেঁস্তোরা, ফলের দোকান, চায়ের দোকান, মিষ্টির দোকান, বেকারী, মাছ ও মাংসের দোকান, সবজী ব্যবসায়ীসহ অন্যান্য সকল প্রতিষ্ঠানের ময়লা, যে কোন ধরণের আবর্জনা, প্লাস্টিক ব্যাগ, পলিথিন, চিপসের খালি প্যাকেট, চকলেটের খোসা যত্রতত্র না ফেলে চটের ব্যাগ বা প্লাস্টিকের বড় ব্যাগে সংরক্ষণের জন্য অনুরোধ করা হলো। পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ যথাসময়ে ঐ সকল ময়লা আবর্জনার ব্যাগ নিজ দায়িত্বে সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে ডাম্পিং করবে। এছাড়া শহরের মধ্যে ইট, বালি, সুরকি, কাঠ ও অন্যান্য অবৈধ মালামাল যত্রতত্র রাখবেন না। উল্লিখিত স্থানসমূহের কোথাও ময়লা আবর্জনাসহ অন্যান্য বর্জ্য যা পরিবেশ দূষণকারী যে কোন ধরণের কার্যকলাপের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আদেশক্রমে, এস এম মোস্তফা কামাল, জেলা ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরা। প্রেস বিজ্ঞপ্তি
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …