ক্রাইমবার্তা ররিপোটঃ ৫০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে সাতটার দিকে সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারের দক্ষীন এলাকার সেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সভাপতি আজিজের অফিস থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশের ইন্সপেক্টর হারান পাল জানান, তারা গোপনে জানতে পারে সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারের দক্ষিন এলাকার এক অফিসের মধ্যে অবস্থান করছে মাদক নিয়ে এক মাদক ব্যবসায়ী।ওই সংবাদের ভিত্তিতে অফিসে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। আটক করা হয় সজল নামের এক মাদক ব্যবসায়ীকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ পিচ ইয়াবা।এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …