ক্রাইমর্বাতা রিপোর্ট সাতক্ষীরা: মিথ্যা ও সাজানো ঘটনা দিয়ে হয়রনি মুলক মামলা দায়ের করা হয়েছে। মামলায় পিতা, মা,ছেলে ও ছেলে বউকে আসামি করা হয়েছে। ঘটনাটি সদর উপজেলার ডিগেরডাঙ্গা গ্রামের। সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের ইউপি সদস্য সুমন সানা,আমির হোসেন জানান, ডিগেরডাঙ্গা গ্রামের আনারুল ইসলামের সঙ্গে একই গ্রামের আব্দুল মালেকের পরিবারের সঙ্গে ভিটাবাড়ির সিমানা নিয়ে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। এ নিয়ে কয়েক দফা শালিশ হয়েছে। কিন্ত আনারুল ইসলাম কোন সালিশ মানেন না। সর্বশেষ সম্প্রতি সিমানা নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। এ সময় আনারুল ইসলাম, তার ছেলে লিটনের নেতৃত্বে আব্দুল মালেকের পরিবারের উপর হামলা চালায়। হামলায় অর্জিনা খাতুন,মাহমুদা বেগম,আজমিরা খাতুন আহত হয়। এ ঘটনা ঘটার পর পুলিশিং কমিটির সাধারন সম্পাদক ও ইউপি সদস্য দুই পরিবারের মধ্যে বিরোধ আনারুল ইসলাম ও আব্দুল মালেকের পরিবারের সদস্যদেরকে ডাকেন। কিন্ত আব্দুল মালেকের পরিবারের সদস্যরা সালিশে উপস্থিত হলেও আনারুল ইসলামের পরিবারের সদস্যরা উপস্থিত হননি। এ ঘটনা কেন্দ্র করে সাজা ও মিথ্যা ঘটনা উল্লেখ করে আব্দুল মালেক,তার ছেলে আব্দুস ছাদেক, আবু জাহিদসহ ৫ জনকে আসামি করে আদালতে একটি মামলা করেছেন।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …