সাতক্ষীরায় ৫০০ গ্রাম গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী আটক

গোবিন্দকাটি বাজারে পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে ২ মাদক ব্যবসায়ীকে ৫০০ গ্রাম গাঁজা সহ আটক করতে সক্ষম হয়েছে।
এরা হলো সদর উপজেলার কামারবায়সা গ্রামের মোঃ মতলেব সরদারের পুত্র মোঃ মিজানুর রহমান ওরফে টেক্কা (৪০) ও গোবিন্দকাটি গ্রামের মোঃ আব্দুল মাজেদ সরদারের পুত্র মোঃ হাসান আলী (৩০)।

জানা যায়, সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস, আই হাসানুজ্জামান ও এ,এস,আই শিল্লু রহমান মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দকাটি বাজারে অভিযান চালায়। পরে সেখান থেকে ৫০০ গ্রাম গাঁজা সহ হাতে-নাতে ২ মাদক ব্যবসায়ী টেক্কা ও হাসানকে গ্রেফতার করে।

এস, আই হাসানুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসি স্যারের নির্দেশে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে তাদেরকে গাঁজা সহ আটক করা হয়।
এ ঘটনায় সাতক্ষীরা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

Check Also

ডিসেম্বরের ২১ দিনে রেমিট্যান্স এল ২ বিলিয়ন ডলার

চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে বৈধ পথে ২০০ কোটি  মার্কিন (২ বিলিয়ন) ডলারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।