২ আ.লীগ নেতার বাসা থেকে কোটি টাকা ও ৭২০ ভরি স্বর্ণ জব্দ

ক্রাইমবার্তা রিপোটঃ    রাজধানীর ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো ব্যবসার হোল্ডার এনামুল হক ও রূপন ভূঁইয়ার বাসায় অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র ্্য্াব)-৩। এ সময় এ দুই নেতার বাড়ি থেকে কোটি টাকা ও ৭২০ ভরি স্বর্ণ জব্দ করা হয়েছে।

জানা গেছে, এনামুল হক গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রূপন ভূঁইয়া যুগ্ম সাধারণ সম্পাদক। তারা আপন ভাই।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর মুরগিটোলায় এ দুই আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযান চালানো হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি র;্যাবের চলমান অভিযানে ওয়ান্ডারার্স ও আরামবাগ ক্লাবে ক্যাসিনো চালানোর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ছিল এনামুল হক ও তার আপন ভাই রূপনের বিরুদ্ধে। এ দুই নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হবে। তারা তাদের বাড়ির দ্বিতীয় তলায় থাকেন-এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। কিন্তু এখনও তাদের পাওয়া যায়নি। তাদের আটক করতে অভিযান চলছে। তবে তাদের বাড়িতে অভিযান চালিয়ে নগদ কোটি টাকা ও ৭২০ ভরি স্বর্ণ জব্দ করা হয়েছে। এসব টাকা আর স্বর্ণালঙ্কার বৈধ কি না তদন্ত করে দেখা হবে।

Check Also

আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।