ক্রাইমর্বাতা রিপোর্ট : টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী অহনা। অনেকেই বলেন এ অভিনেত্রীকে শুধু কমেডি নাটকে দেখা যায়। গেল কয়েক বছর ধরেই টিভি ধারাবাহিকে নিয়মিত এ অভিনেত্রী। তার অভিনীত নাটকগুলোর অধিকাংশই কমেডি গল্পের। অহনার ভাষ্য, কমেডি গল্পের নাটকেও আমি সিরিয়াস ধরনের চরিত্রে অভিনয় করে আসছি। সত্যি বলতে গেল কয়েক বছর ধরে আমাদের কমেডি গল্পের নাটক বেশি নির্মাণ হচ্ছে। আর আমি নিয়মিত কাজ করার কারণে অনেকেই ভাবেন কমেডি চরিত্রে অভিনয় করি। তবে আর নয় ধারাবাহিক। কমেডি হোক আর সিরিয়াস হোক নতুন কোনো ধারাবাহিক নাটকে আমাকে আর দেখা যাবে না। ধারাবাহিক নাটকে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছি। প্রচার চলতি ধারাবাহিকের বাইরে নতুন ধারাবাহিক হাতে নিচ্ছি না। বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে অহনা অভিনীত ‘রসের হাঁড়ি’, ‘ছায়াবিবি’, ‘লাকি থার্টিন’ ও ‘কমেডি-৪২০’সহ কয়েকটি ধারাবাহিক। খুব শিগগিরই প্রচারে আসবে ‘বউ-শাশুড়ি’ শিরোনামের একটি ধারাবাহিক। ধারাবাহিক নাটক বাদ দিয়ে অহনা করবেন কি? তিনি বলেন, শুধু খণ্ড নাটক-টেলিছবিতে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছি।
Check Also
তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …