বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি বললেন- আন্দোলনের নামে ঝোপে ঝাড়ে ছাত্রছাত্রীরা

ক্রাইমবার্তা রিপোটঃ শিক্ষার্থীদের নিয়ে কটূক্তি করে বরাবরই আলোচনায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসি খোন্দকার নাসির উদ্দিন। নানা সময় শিক্ষার্থীদের পিতা-মাতা তুলে গালিগালাজ, চুন থেকে পান খসলেই বিতর্কিত একশনে যাওয়া এসব যেনো তার চরিত্রের সঙ্গে মিশে আছে।

এবার আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়েও একইভাবে কটূক্তি করেছেন তিনি। চলমান আন্দোলনে তিনি সাংবাদিকদেরও দায়ী করেন। ভিসি অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিন বলেছেন, আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের বের করতে দেবেন না, অথচ দেখেন তারা রাস্তায় রাস্তায়, ঝোপে-ঝাড়ে অশালীন কাজ করে বেড়াচ্ছে; সারারাত থাকছে। তাদের ইনভাইটেড  গেস্ট (আমন্ত্রিত অতিথি), অছাত্ররাও এসে রাত কাটাচ্ছে। হোয়াট ইস দিস?’

গতকাল মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন।

আন্দোলনের জন্য সাংবাদিকদের দায়ী করে তিনি বলেন, সাংবাদিকরা বলে দিচ্ছেন- এভাবে দাঁড়াও, ওভাবে নাচ। সংবাদ কাভার (প্রচার) বন্ধ রাখেন, দুই ঘণ্টায় সমাধান হয়ে যাবে।

তিনি আরও বলেন, ভিসি অপসারণের জন্য আপনারা দাবি করতে পারেন, মানববন্ধন করতে পারেন। কিন্তু আড়াই কোটি টাকার ভুল তথ্য পেপারে দিয়ে ভিসি তাড়াতে হবে এটা তো ঠিক না।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমি সাংবাদিকদের ভাইদের বললাম, আপনারা আমার সঙ্গে বসেন। সমাধান ৫ মিনিটে। আপনারা এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। কিন্তু আপনারা আমাদের কথাগুলো লিখছেন না।

উল্লেখ্য, ফেসবুকে স্ট্যাটাস দেয়া নিয়ে গত ১১ই সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাতেমা-তুজ-জিনিয়াকে বহিষ্কার করা হলে আন্দোলনের সূত্রপাত হয়।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।