ক্রাইমবার্তা রিপোটঃ ক্যাসিনো ডন ও যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে অস্ত্র ও মাদক মামলায় ১০ দিন রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। র্যাবের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেন। আজ বিকালে খালেদকে গুলশান থানার অস্ত্র ও মাদক মামলায় আদালতে হাজির করে পুনরায় ১০ দিন করে মোট ২০ দিন রিমান্ডে নেয়ার আবেদন করে র্যাব। রিমান্ড আবেদনে বলা হয়, আসামি খালেদ মাহমুদ ভূঁইয়া ভয়ংকর সন্ত্রাসী ও ক্যাসিনো সম্রাট। তিনি ঢাকার মতিঝিলের বিভিন্ন ক্লাবে ক্যাসিনোর আসর বসিয়ে রমরমা মাদক ব্যবসাসহ নানা অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন। তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এসময় খালেদের আইনজীবী তার রিমান্ড বাতিলের দাবি জানান। উভয় পক্ষের শুনাতি শেষে আদালত খালেদকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …