শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে মমতার টুইট

ক্রাইমবার্তা রিপোটঃ গেল শনিবার ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন। বিশেষ দিনটিতে অসংখ্য শুভাকাঙ্ক্ষী-গুনগ্রাহীর শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শুভকামনা। সোশ্যাল মিডিয়া টুইটারে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

তার টুইটটি এরকম-বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। ভারত-বাংলাদেশ মৈত্রী আরও দৃঢ় হোক, এ কামনা করি।

জন্মদিন উপলক্ষে এদিন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বায়তুল মোকাররমে কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল হয়। বিভিন্ন আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সারাদেশে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তার জন্মদিন উদযাপনে করে।

সন্ধ্যায় গণভবনে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিময়িং’র তরফে শেখ হাসিনার জন্য ফুল দিয়ে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। চীনা দূতাবাসের কর্মকর্তা ইউ প্যাং’র নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে আসেন।

এখন জাতিসংঘের ৭৩তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শেখ হাসিনা। তাই তার পক্ষে ফুল গ্রহণ করেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া ও প্রটোকল অফিসার খুরশিদ আলম।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।